জি৫ মূল্য তালিকা

শুধুমাত্র এসএমএস ক্রয় করা যাবে নূন্যতম ৫০০০ হতে হবে ইংরেজীর ক্ষেত্রে ১৬০ ডিজিটে এসএমএস একটি স্পেসও একটি ডিজিট হিসেবে কাউন্ট হয়, বাংলার ক্ষেত্রে ৭০ থেকে ৭৫ ডিজিটে এক এসএমএস। মোবাইলেও দেখা যায় কয়টি এসএমএস হয়েছে।

আইডি কার্ডের ক্ষেত্রে অনলাইনে প্রেরণে প্রতি কার্ডে ৫ টাকা সাশ্রয় হয় সরাসরি ফরম দিলে ৩০ টাকা থাকে আই কার্ডের দর অনলাইনে পাঠালে ২৫ টাকা।
সুতা দিয়ে বুনানো ফিতা একপাশে লিখা থাকলে হবে ২০ টাকা উভয় পাশের জন্য ৩০ টাকা ডক হুক দিয়ে তৈরি ১২ মিলিমিটার সাইজ এবং দুই কালার, আইডি কার্ডের কভার সাধারণত ৫/৭/১০ টাকা হয় কভারের অনেক ভিন্নতা আছে, অনেক কালার আছে আপনার চাহিদা অনুযায়ীই সরবরাহ করা হবে। আইডি কার্ডের জন্য ৩ বছরের গ্যারান্টি থাকে।

টাইয়ের ক্ষেত্রে ১৮০ টাকা দিয়ে শুরু হয় সারাজীবন সংগ্রহ করে রাখার মতো সুতা দিয়ে বুনানো রপ্তানীমুখী ফ্যাক্টরী থেকে তৈরি এই টাইয়ের মান নিয়ে কোন সংশয় রাখার প্রয়োজন নেই বহু স্কুল কলেজে আমাদের সরবরাহ করা টাই আছে প্রয়োজনে অধ্যক্ষ/প্রধান শিক্ষকের সাথে কথা বলে জেনে নিতে পারবেন।
জুনিয়র স্কুলের জন্য হাফ টাই হয় সাধারণত রাবারের যা ৮০ টাকা থেকে ১০০ টাকা।