পকেট ব্যাজ/মনোগ্রাম

আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের স্ক্যান করা একটি লোগো পাঠান সেই লোগো নিয়ে শিক্ষার্থীর পকেট মনোগ্রামের জন্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালারের দশটি ডিজাইন করা হবে তারপর আপনার মেইলে পাঠানো হবে। সেখান থেকে যেকোন একটি পছন্দ করুন কাজ শেষে কুরিয়ারে প্রাপ্তির পর বিল পরিশোধ করুন। শোল্ডারের ক্ষেত্রে একই জিনিষ প্রযোজ্য দশটি ডিজাইন থেকে একটি ডিজাইন পছন্দ করার সুবিধা হাতে পেয়ে বিল পরিশোধের ব্যবস্থা।

স্কুল ব্যাজ/মনোগ্রাম, ডিজাইনের ভিন্নতা আছে উপরের ৫টি স্কয়ার মাপের নীচের ৫টি ডাই কাট করা বিশেষ ডিজাইনে এজন্য খরচ ১/২ টাকা বেড়ে যায়। ৯০ ভাগ স্কুল – কলেজের ব্যাজগুলিতে সুতা দেখা যায় এবং তেনা তেনা লাগে হাতে নিলে এগুলি সাধারণত ৬/৭/৮ টাকার মধ্যে হয়ে থাকে যদি দুই কালারের হয় কিন্তু এটাকে যখন ফিউজিং দিয়ে পেস্টিং করা হয় তখন দেখতে পাতলা বিস্কুটের মতো হয়ে যায় জামায় সেলাই করার পর টান টান থাকে বছর জুড়ে ফিউজিং এবং পেস্টিং যোগ হয়ে ৯ থেকে ১০ হয়ে যায় এবং ৩ থেকে ৪ কালারের কম্বিনেশন থাকে। আমাদের দেশ থেকে এখন এমন মনোগ্রাম পেস্টিং হয়ে ইউরোপ আমেরিকাতে রপ্তানী হচ্ছে। সাধারণত সাইজ হয় ২.৫ হতে ২.৫ স্কয়ার কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান ২ বাই ২ বা ২ বাই আড়াই এমন সাইজ হয়। আপনি সাইজ এবং কাঠামো পছন্দ করুন তারপর কার্য্যাদেশ দিন। উপরে দশটি ডিজাইনের মধ্যে আলাদা ৫টি কাঠামো আছে যা আমাদের দেশে বহুল প্রচলিত।

শোল্ডারের দুটি ডিজাইন দেয়া আছে একটি ড্রেসের কালারের সাথে ম্যাচ করে করা হয়েছে অন্যটি আমাদের দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানেই ব্যবহার করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং লোগো দিয়ে করা হয় কোন কোন প্রতিষ্ঠান ক্লাশ ব্যবহার করে। এজন্য প্রতিটি ক্লাশের ক্ষেত্রে একই ডিজাইন রেখে শুধু ক্লাশের নাম বদল হয় এক্ষেত্রে নূন্যতম ৩০০ পিছ হতে হয় প্রতি ক্লাশের জন্য পেষ্টিং ছাড়া ১২ টাকা থেকে শুরু করে পেস্টিং সহ বড় সাইজ যদি হয় ২০ টাকা পর্যন্ত হতে পারে।

প্রথমেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটা যেমন দেখা যাচ্ছে ছবিতে (হাটখোলা উচ্চ বিদ্যালয়) এটা প্যাড থেকে মোবাইলের ক্যামেরা দিয়ে ছবিটা তুলে ই-মেইলে এটাচ করে দেয়া হয়েছে অথবা যদি কমপিউটারে ডিজাইনটা রক্ষিত থাকে সেখান থেকেও দেয়া যেতে পারে আমাদের ই-মেইলে g5.com.bd@gmail.com এই ঠিকানায় অবশ্যই তার আগে ২নং এর পেজ থেকে কোন ডিজাইন এবং কত সাইজ হবে সেটা উল্লেখ করে দিতে হবে। তারপর আমরা কাঠামো এবং সাইজ নিয়ে কাজ করবো কাজ শেষে ৩নং পেজে প্রদর্শিত এমন ১০/১২টি বিভিন্ন কালারের ডিজাইন পাঠাবো সেখান থেকে একটি সিলেক্ট করতে হবে আমরা তখন আপনার নির্দেসানুসারেই কাজ করবো।